কাঁচা আম খাওয়ার উপকারিতা । কাঁচা আম খাওয়ার ৬টি নিয়ম। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা আম
প্রিয় পাঠক ,সঠিক নিয়মে কাঁচা আম খেলে আপনি কিছু রোগ থেকে দূরে থাকতে পারেন ।কোন কোন রোগ থেকে দূরে থাকতে পারেন। কাঁচা আম খাওয়ার সঠিক নিয়ম কি এবং ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা আম ।সে সম্পর্কে আজকের এই পোস্টে বলে দেয়া হবে ।আপনি যদি কাঁচা আম খাওয়ার উপকারিতা ,কাঁচা আম খাওয়ার নিয়ম না জেনে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য ।
আর আপনি যদি জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য নয় ।তাহলে চলুন আম খাওয়ার উপকারিতা ,কাঁচা আম খাওয়ার সঠিক নিয়ম ,ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা আম ।এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই আর্টিকেলটিতে।
পোষ্ট সূচিপত্র-কাঁচা আম খাওয়ার উপকারিতা। কাঁচা আম খাওয়ার ৬টি নিয়ম। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা আম।
- ভূমিকা
- পরিপাক তন্ত্রে কাঁচা আম
- ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা আম
- হৃদরোগে কাঁচা আম
- চোখ ভালো রাখতে কাঁচা আম
- কাঁচা আম খাওয়ার ৬ টি নিয়ম
- কাঁচা আম খাওয়ার উপকারিতা
- কোন কোন রোগ থেকে দূরে থাকবেন
ভূমিকা
কাঁচা আম খাওয়ার উপকারিতা কাঁচা আম খাওয়ার পাঁচটি নিয়ম ,ডায়াবেটিস রোগীর
খাদ্য তালিকায় কাঁচা আম ।এই সম্পর্কে আজকের এই আর্টিকেলটিতে বিস্তারিত
আলোচনা করা হবে।
পরিপাকতন্ত্রে কাঁচা আম
অধিকাংশ ডায়াবেটিস রোগীর পরিপাকতন্ত্রের সমস্যা থাকে। পরিপাকের সমস্যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে ।ঠিক এখানে কাঁচা আম ডাক্তারের মত কাজ করতে পারে। কাঁচা আম সাধারণত টক হয়ে থাকে। আপনি কি জানেন কাঁচা আম কেন টক হয় ।সাধারণত তিনটি জৈব অ্যাসিড এর জন্য। সেগুলো হলোঃ
১। অক্সালিক অ্যাসিড
২। ম্যালিক অ্যাসিড
৩। সাইট্রিক অ্যাসিড
আপনি যদি নিয়মিত কাঁচা আম খান বিশেষ করে গরমের দিনে ডায়রিয়া ,আমাশয় ,পাইলস , বদহজম কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিছুটা হলেও কমবে ।আবার আপনার যদি ডায়াবেটিস থাকে পরিপাক কে স্বাভাবিক রাখতে আপনি কাঁচা আম খেতে পারেন ।তাহলে আপনার পরিপাকগুলো ভালো থাকবে। কাঁচা আম আপনার পিত্ত ক্ষরণ বাড়িয়ে দেয় ।একাধিক গবেষণা থেকে দেখা গেছে ,যেমন -ব্লাড সুগার কমে তেমন কোলেস্টেরল ও কমে।
ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা আম
কাঁচা আম আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে হ্যাঁ আপনাকে কাঁচা আম খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী আপনাকে খেতে হবে ।৯৯% ডায়াবেটিসের রোগী জানেনই না কিভাবে কাঁচা আম খেলে ডায়াবেটিস কন্ট্রোল এ থাকে ।আরেকটি কথা ডায়াবেটিস রোগীর যদি আগে থেকে কিডনির সমস্যা থাকে ।
তাহলে কাঁচা আম নিয়মিত না খাওয়াই ভাল ।তবে যেসব ডায়াবেটিস রোগীর আগে থেকে কিডনির সমস্যা নেই তারা নিশ্চিন্তে কাঁচা আম খেতে পারেন।
ডায়াবেটিস রোগীরা কাঁচা আম খাওয়ার সময় কি কি ভুল করে সেগুলো জেনে নিন ।যেমন -খাওয়ার পর কাঁচা আম খাবেন না ।কাঁচা আম সকালে বা দুপুরে মিলের সাথে খেলে আপনার বদহজমের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে।
একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করে দেয়া যাক , ধরুন আপনি প্রথমে রুটি তরকারি খেয়েছেন তার ঠিক পরে কাঁচা আম ,কাঁচা আম খুব দ্রুত পরিপাক হয়ে যাবে, ফলে পাকস্থলী থেকে অন্তে তাড়াতাড়ি যেতে চাইবে কিন্তু অন্তে কাঁচা আম যেতে পারবে না কারণ রুটি তরকারি তখন ও পাকস্থলীতে রয়েছে ।যেহেতু রুটি তরকারি ধীরে ধীরে পরিপাক হয় এর ফলে আপনার পেট ফেঁপে যাবে গ্যাস ও বদ হজম হবে ।
এরকম পরিস্থিতিতে যে কোন মানুষ সমস্যায় পড়ে যাবে ।যারা ডায়াবেটিসের রোগী তাদের সমস্যা বেশি হবে। কাঁচা আম অবশ্যই কেটে খাবেন । আপনি যদি কাটা আম অনেকক্ষণ রেখে খান তাহলে সুগার নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাবে ।অনেকে কাটা আম ফ্রিজে রেখে পরে খান । ফ্রিজে রাখলে আম নষ্ট হয় না । কিন্তু ফ্রিজে রাখলে ও কাঁচা আমের এন্টিবায়োটিক উপাদান নষ্ট হয়ে যায় । ডায়াবেটিসের রোগীর খাদ্য তালিকায় টাটকা আম রাখতে হবে।
কাঁচা আম রাতে এড়িয়ে চলাই ভালো কারণ হলো কাঁচা আমের জৈব এসিড গুলো রাতে
আপনার পরিপাকে সমস্যা সৃষ্টি করতে পারে।
কাঁচা আম লবণের সাথে মিশিয়ে খাওয়া যাবে না। অল্প লবণ দিয়ে কাঁচা আম খেলে তেমন
সমস্যা হবে না ।তবে না খাওয়াই সবচেয়ে বেশি ভাল।কিন্তু আপনি যদি নিয়মিত কাঁচা
আম খাওয়ার সময় বেশি বেশি লবণ খান ।তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব না।
কাঁচা আমের সাথে লবণ খেলে আপনার ব্লাডস প্রেসার বৃদ্ধি পাবে ।এছাড়াও কিডনির
সমস্যা যদি থাকে তাহলে সমস্যা বেড়ে যাবে।
ডায়াবেটিসের রোগীরা আম দিয়ে তৈরি যে কোন খাবার খেতে পারেন ।খালি খাওয়ার সময়
দুটো বিষয়ে লক্ষ্য রাখবেন ।যেন খাবারগুলিতে খুব বেশি লবণ বা চিনি না থাকে।
অতিরিক্ত চিনি লবণ থাকলে খাবেন না।
পোড়া আমের শরবত পোড়া আমের শরবত ও ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে ।শুধু সঠিক নিয়মে পোড়া আমের শরবত খেতে পারলে আপনি উপকার
পাবেন ।লক্ষ রাখবেন চিনিও লবণ যেন শরবতের ভিতরে না থাকে।
হৃদরোগে কাঁচা আম
যাদের ডায়াবেটিস আছে তাদের হৃদরোগ নিয়ে একটু বেশি সচেতন হওয়া উচিত ।কাঁচা আম
আপনার হৃদপিন্ডের জন্য যথেষ্ট ভাল।আপনি নিয়মিত কাঁচা আম খেলে ব্লাড প্রেসার কমবে
,ফলে সামগ্রিকভাবে আপনার হৃদরোগের সম্ভাবনা কমে যাবে ।গবেষণায় প্রমাণিত হয়েছে
যে ,super antioxidant ম্যাঈফেরি heart cell কে inflammation oxidative
stress ও apoptosis থেকে রক্ষা করে।
চোখ ভালো রাখতে কাঁচা আম
আপনি যদি আপনার চোখের যত্ন না নেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার চোখ নষ্ট হয়ে যেতে
পারে। আপনি হয়ে যেতে পারেন অন্ধ। আপনার চোখ ভালো রাখতে কাঁচা আম আপনাকে সাহায্য
করতে পারে ।কাঁচা আম দুইটি উপাদান আপনার চোখ ভালো রাখতে সাহায্য করে থাকে। এ
উপাদান দুটি হলো:Lutein ও Zeaxanthin ন্যাচারাল সানব্লক হিসেবে কাজ করে. নীল আলো
থেকে চোখকে রক্ষা করে। ফলে চোখের সমস্যা তেমন দেখা দেয় না। এছাড়া কাঁচা আম
ভিটামিন এ এর ভালো উৎস। কাঁচা আমের ভিটামিন এ Dry Eyes ও Night Time
Blindness এর মত সমস্যা কমাতে সাহায্য করে থাকে।
কাঁচা আম খাওয়ার ৬টি নিয়ম
১। কাঁচা আমের স্যালাড।কাঁচা আমের স্যালাড আপনি যেকোনো সময় খেতে পারেন। আপনি চাইলে খাওয়ার পরও খেতে পারেন কোন সমস্যা নাই।
২। পোড়া আমের শরবত করে আপনি কাঁচা আম খেতে পারেন। পোড়া আমের শরবত এর সাথে চিনি ও লবণ দিয়ে খাওয়া যাবেনা।
৩। আম ডাল আমাদের সকলের অনেক পছন্দের খাবার। এই পছন্দের খাবারটি আপনি গরমের দিনে দুপুরে খেতে পারেন কিংবা যেকোনো সময়।
৪। আপনি আমের চাটনি তৈরি করে খেতে পারেন ।চাটনিতে চিনি না দিয়ে লবন ও কাঁচা মরিচ দিয়ে খেতে পারেন।
৫। ম্যাঙ্গোরাইস করে আপনি খেতে পারেন।
৬। আপনি কাঁচা আম শুধু খেতে পারেন। আপনি প্রতিদিন একটি করে ছোট কাঁচা মিঠে আম খেতে পারেন।
ব্লাড সুগার নিয়ন্ত্রণের সুবিধা হবে।কিডনির সমস্যা আছে এমন ডায়াবেটিস রোগী বাদে
সকলেই আলোচিত ছয়টি নিয়ম মেনে কাঁচা আম খেতে পারেন।
কাঁচা আম খাওয়ার উপকারিতা
কাঁচা আম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। কিন্তু কথা হল একটাই আপনাকে সঠিক নিয়ম মেনে কাঁচা আম খেতে হবে ।তাহলে উপকারটা পাওয়া যাবে। আর যদি আপনি সঠিক নিয়ম মেনে কাঁচা আম না খেয়ে থাকেন তাহলে উপকার পাওয়া যাবে না।
তাহলে সম্মানিত পাঠক আপনাকে অবশ্যই উপকার পেতে হলে নিয়ম মেনে খেতে হবে। কাঁচা আম
খাওয়ার নিয়ম আগের প্যারায় উল্লেখ করা হয়েছে। ওখান থেকে ছয়টি নিয়ম পড়ে
নেবেন। আর এখানে শুধু কাঁচা আম খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলঃ
১। কাঁচা আম ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে।
২। কাঁচা আম কে পরিপাকতন্ত্রের ডাক্তার বলা হয়।
৩।কাঁচা আম ডায়রিয়া পাইলস আমাশয় বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দূর
করতে সাহায্য করে।
৪। কাঁচা আম হৃদপিন্ডের জন্য অনেক ভালো উপকারী একটি ফল।
৫। কাঁচা আম চোখ সুস্থ ও সবল রাখতে সহায়তা করে।
কোন কোন রোগ থেকে দূরে থাকবেন
কাঁচা আম সঠিক নিয়মে খাওয়ার ফলে আপনি যে সমস্ত রোগগুলো থেকে দূরে থাকতে পারবেন। সেগুলো হলো - চোখের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হৃদপিন্ডের সমস্যা, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে ইত্যাদি ইত্যাদি।আপনি যদি নিয়মিত কাঁচা আম খান বিশেষ করে গরমের দিনে ডায়রিয়া ,আমাশয় ,পাইলস ,বদহজম কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিছুটা হলেও কমবে ।
লেখকের শেষ কথা
সম্মানিত পাঠক, আজকের এই আর্টিকেলটি পড়ে আপনার সামান্যতম উপকার হলে। অবশ্যই
অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবে , সুস্থ থাকবেন , খোদা হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url